অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ২ উইকেটে ৫০। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ১১২ রান। ৮ উইকেট হাতে নিয়ে এই ব্যবধান ঘুচিয়ে দিতে পারারই কথা। তবে প্রথম ইনিংসের কথা স্মরণ করলে এত বেশি আশা করা বোকামি মনে হতে পারে।
প্রথম ইনিংসে প্রথম দিন প্রথম সেশনেই ৪৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। পরে অলআউট হয় ১০৩ রানে। উইকেটে যদিও শুরুর সেই আর্দ্রতা এখন আর নেই, সহজ হয়ে এসেছে অনেকটাই। তবে বাংলাদেশের ব্যাটিংয়েরও ভরসা নেই। সাম্প্রতিক সময়ে হুট করে ধস নেমেছে প্রায় প্রতি টেস্টেই।
শুক্রবার (১৭ জুন) দ্বিতীয় দিন শেষ বিকেলে তামিম ইকবাল (২২) ও মেহেদী হাসান মিরাজের (২) মিরাজের বিদায়ের পর অবশ্য বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান জয় (৬০ বলে ১৮*) ও নাজমুল হোসেন শান্ত (২৩ বলে ৮*)।
প্রথম ইনিংসে ১৫ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এবার ২০ ওভারে মাত্র ২ উইকেট হারানোয় হয়তো বড় কিছু আশা করার সাহস পাচ্ছে দল। দিনের খেলা শেষে সৈয়দ খালেদ আহমেদের কণ্ঠে সেই সহাসের প্রতিধ্বনি। তিনি বলেন, আমরা খেলব জেতার জন্য, ইন শা আল্লাহ। চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান দেবে… খেলাটা যেন পাঁচ দিনে গিয়ে শেষ হয়। এটাই থাকবে চাওয়া।
এই সাহসটুকু বাংলাদেশ দেখতে পাচ্ছেন অবশ্য খালেদ ও অন্য বোলারদের সৌজন্যে। প্রথম ইনিংসে ১০৩ রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। খালেদ নিজে আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান করা দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট (৯৪) ও জার্মেইন ব্ল্যাকউডকে (৬৩)। দুই উইকেট নিয়েছেন আরেক পেসার ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান একটি।
দলের সফলতম বোলার ছিলেন মিরাজ। দেশের বাইরে গত কয়েক টেস্টেই অসাধালন বোলিং করতে থাকা অফ স্পিনার এবারও নিয়েছেন ৫৯ রানে ৪ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসানের শিকার একটি। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েচে ২৬৫ রানে।
টেস্টে কোনো দলের প্রথম ইনিংস ২৬৫ রানে থামিয়ে দেওয়া যথেষ্ট বড় সাফল্যই বলা যায়। তবে বাংলাদেশের প্রথম ইনিংস এত কমে শেষ হয়েছে বলেই হয়তো বোলিং সাফল্যের পরও একটু আক্ষেপ করলেন খালেদ। দল এখন তাকিয়ে ব্যাটসম্যানদের দিকে। খালেদ বলেম, উনি (অধিনায়ক সাকিব) বলেছিলেন আরও কমে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করেছি। হয়তো ১০-২০ রান বেশি হয়েছে। তবে যা হয়েছে, ভালো হয়েছে। উইকেট এখন খুবই ভালো। বোলারদের জন্য অতটা সহায়তা নেই। আমাদের ব্যাটসম্যানরা আশা করি ভালো খেলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ