মাদারীপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে ৪টি দল অংশগ্রহণ করে।
প্রথম দিকে খেলায় চট্টগ্রাম জেলা দলের বিরুদ্ধে অংশগ্রহণ করে কুষ্টিয়া জেলা দল। দ্বিতীয় দিকের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের বিরুদ্ধে কুমিল্লা জেলা দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহর করবে। খেলা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।
সভাপত্বি করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদ আবু নাইম সোহাগ। খেলা দেখতে আসা দর্শকরা জানান, মাদারীপুরে এরকম আরও খেলার আয়োজন করা হলে ফুটবল খেলোয়ার সৃষ্টি হবে এবং দর্শকরাও আনন্দ পাবে। প্রথম দিকের খেলায় চট্টগ্রাম জেলা দল ৩ গোলে জয়লাভ করে।
বিডি প্রতিদিন/হিমেল