১১২ রানে পিছিয়ে থেকে শনিবার তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ সকালের সেশনেই হারিয়েছে ৪ উইকেট-নাজমুল হোসেন, মুমিনুল হক, লিটন দাস ও মাহমুদুল হাসান জয়কে। একপর্যায়ে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের শঙ্কাই জেগেছিল।
তবে সেটি হতে দেননি সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে ভর করে লিড নিয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ দল। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯১ রান। সাকিব ৪৬ ও নুরুল হাসান সোহান অপরাজিত আছেন ৩৮ রান করে।
শুক্রবার প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাবে ক্যারিবীয়দের ইনিংস থামে ২৬৫ রানে। ১৬২ রানে পিছিয়ে থেকে ওইদিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় লড়াইয়ে ফেরার আশা দেখায়।
কিন্তু খানিক পরই তামিম ও মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেটে হারিয়ে টাইগারদের স্কোরবোর্ডে যোগ হয় ৫০ রান। শনিবার ১১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে ব্যাটিং বিপর্যয়ে ধুঁকছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই