ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গিয়েছে। ঋষভ পন্থ ব্যাট করতে নামলেই অফ স্টাম্পের বাইরের বল করো। সাফল্য আসবেই। প্রথম ম্যাচ থেকে চতুর্থ ম্যাচ, এই চিত্রনাট্যে কোনো বদল নেই। ভুল থেকে একেবারেই শিক্ষা নিচ্ছেন না পন্থ। প্রতি ম্যাচেই বাইরের বলে মারতে গিয়ে উইকেট হারিয়ে আসছেন। পন্থের এই ব্যাটিংয়ে বেজায় ক্ষিপ্ত সুনীল গাভাস্কার।
চলতি সিরিজে ভারত অধিনায়কের দায়িত্বজ্ঞানহীন শটের তুমুল সমালোচনা করেছেন তিনি। অধিনায়ক হিসেবে পন্থ খারাপ উদাহরণ তৈরি করছেন বলেও অভিমত তার।
শুক্রবারের ম্যাচের পর গাভাস্কার বলেছেন, ‘কিচ্ছু শেখেনি। আগের তিনটে আউট থেকে কোনো শিক্ষাই নেয়নি। ওরা (দক্ষিণ আফ্রিকা) একের পর এক বাইরে বল করে যাচ্ছে। পন্থও সেই ফাঁদে পা দিচ্ছে। মাঠ পার করানোর মতো শক্তি দিয়ে সেই শট মারতে পারছে না। অফ স্টাম্পের বাইরের বলে খেলা ওকে এখনই বন্ধ করতে হবে।’
শুক্রবারের আউট সম্পর্কে তিনি বলেন, ‘কোনোদিন ওই বলে ছয় মারতে পারত না। শক্তি না থাকায় কোনো মতে বলটা শর্ট থার্ডম্যানে পৌঁছায়। দক্ষিণ আফ্রিকাকে দেখেই বোঝা যাচ্ছে ওরা পরিকল্পনা করে নামছে। বাভুমা বোলারদের বলে দিচ্ছে, অফ স্টাম্পের বাইরে বল করো, তা হলেই উইকেট পাবে।’
অফ স্টাম্পের বাইরের বলে পা দিয়ে পন্থ কতবার আউট হয়েছেন, তার একটা হিসাব দিয়েছেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘এ বছর অফ স্টাম্পের বাইরের বলে পন্থ ১০ বার আউট হয়েছে। ও যদি না মারত, তাহলে কিছু বলকে অনায়াসে ওয়াইড ডাকতো আম্পায়ার। বলের থেকে পন্থের শরীর অনেকটাই দূরে ছিল। সেই বল কোনো দিনই মারার জন্য যথেষ্ট শক্তি পাবে না। অধিনায়ক হয়ে একইভাবে বার বার আউট হওয়া মোটেই ভালো লক্ষণ নয়।’
বিডি প্রতিদিন/এমআই