শর্ত সাপেক্ষে নারী সাঁতার প্রতিযোগীতা থেকে ট্রান্স অ্যাথলেটদের (রূপান্তরকামী) বাদ দেওয়ার পক্ষে ভোট করেছে আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা)
বলা হয়েছে, প্রতিযোগীদের কেউ যদি পুরুষ বয়ঃসন্ধির প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে থাকে তবে তারা অংশ নিতে পারবেন না।
নারীদের সাঁতার প্রতিযোগীতায় রূপান্তরকামীদের বাদ দেওয়ার নতুন পলিসি ফিনার ১৫২ সদস্যের ৭১ শতাংশ ভোটে পাস হয়েছে।
ফিনার গভর্নিং বডির নতুন পলিসিতে বলা হয়েছে, ট্রান্স প্রতিযোগীদের মধ্যে শুধু মাত্র তারাই অংশ নিতে পারবেন- যারা ১২ বছর বয়সের মধ্যে নিজেদের রূপান্তর করেছে।
এছাড়া তাদের তাদের লক্ষ্য রয়েছে লিঙ্গের ভিত্তিতে আলাদা ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগীতার আয়োজন করা। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক