টানা দুই হারের পর টানা দুই জয় ভারতের। সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাই শেষ ম্যাচটাই ছিল অলিখিত ফাইনাল। তবে সেই ফাইনালে কাউকেই জিততে দেয়নি বৃষ্টি। দুই দলকে সাজঘরে বসিয়ে রেখে প্রকৃতির জলছন্দ খেলে গেছে আপন তালে, লয়ে।
আর তাতেই পাঁচ ম্যাচের সিরিজটা ২-২ সমতায় ভাগাভাগি করতে বাধ্য হয়েছে ভারত ও সাউথ আফ্রিকা।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতেই দেরি হয়েছিল আজ। খেলাও তাই নেমেছিল ১৯ ওভারে। তবে সেই ১৯ ওভারের ম্যাচটাও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফের বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ, শেষ অবধি বাতিল। খেলা গেছে মাত্র ২১ বল।
২১ বল খেলে ২ উইকেটে ২৮ রান করেছিল ভারত। তারপরের স্কোর কার্ডে কেবল জমেছে জল, ম্যাচের গায়ে লেখা, ফলাফল নেই।
প্রোটিয়া পাঠ চুকিয়ে এবার আইরিশে চোখ ভারতে। ২৬ ও ২৮ জুন আইরিশদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয়রা।
বিডি প্রতিদিন/নাজমুল