ঘাসের কোর্টে পর পর দু’টি প্রতিযোগিতার ফাইনালে হেরেই রাগে ফেটে পড়লেন দানিল মেদভেদেভ। কোর্ট থেকেই কোচ গিলস সারভারার উপর চিৎকার শুরু করেন মেদভেদেভ। সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান কোচ। ম্যাচের পরে অবশ্য কোচের স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মেদভেদেভ। স্টেডিয়ামে বসেই মেদভেদেভের খেলা দেখেছেন গিলস সারভারার স্ত্রী দারিয়া।
রবিবার জার্মানির হ্যালে একটি প্রতিযোগিতার ফাইনালে মেদভেদেভ মাত্র ৬৪ মিনিটে হেরে যান পোল্যান্ডের হুবার্ট হুরকাজের কাছে। ম্যাচের ফল হয় ৬-১, ৬-৪। প্রথম সেটে বিশ্বের ১০ নম্বর খেলোয়াড়ের সামনে দাঁড়াতেই পারেননি মেদভেদেভ। দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরলেও খেতাব জিততে পারেননি।
গত রবিবারও ঘাসের কোর্টের একটি প্রতিযোগিতার ফাইনালে হেরে যান মেদভেদেভ। পর পর দু’টি প্রতিযোগিতার ফাইনালের হার হজম করতে পারেননি মেদভেদেভ। দ্বিতীয় সেটের শুরুর দিকে ক্ষুব্ধ টেনিস খেলোয়াড় কোর্ট থেকেই কোচের উপর ক্ষোভ প্রকাশ করেন। গ্যালারিতে বসে থাকা কোচকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করেন মেদভেদেভ। বিশ্বসেরা খেলোয়াড়ের এমন ‘অপ্রত্যাশিত আচরণে’ স্টেডিয়াম ছাড়েন সারভারা।
বিডি প্রতিদিন/ফারজানা