গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা খেলো শ্রীলঙ্কা। তাদের স্পিনার মাহিশ ঠিকশানা ছিটকে গেছেন এই ম্যাচ থেকে। ডানহাতের আঙুলে চোট নিয়ে দলের বাইরে চলে গেলেন ঠিকশানা।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার জার্সিতে ঠিকশানা খেলেছেন দুটি টেস্ট, নিয়েছেন পাঁচ উইকেট। তার স্থলাভিষিক্ত হবেন ২২ বছর বয়সী অফব্রেক বোলার লাকশিথা মানানসিংহে।
শ্রীলঙ্কার হয়ে এখনও অভিষেক হয়নি মানানসিংহের। তবে প্রথম শ্রেণিতে তার দারুণ পরিসংখ্যান। ১৭ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও অবদান আছে তার, রান ৫৮২।
ঠিকশানার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেক হতে পারে তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের। এই বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়েন তিনি। স্বাগতিকদের জন্য সুখবরও আছে। পাথুম নিশানকা ফিরছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ