ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির ওপেনার লোকেশ রাহুল। এর ফলে তার উইন্ডিজ সফর নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।
গতকাল মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাউন্সিল সভা ছিল, সেখানেই বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিকে এই খবর জানানো হয়।
সবশেষ করোনায় আক্রান্ত রাহুলের বাজে সময় চলছে বেশ কিছু দিন ধরেই। জুনে হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের অধিনায়কত্ব করার কথা ছিল তার। তবে কুঁচকির চোট ছিটকে দেয় তাকে। শেষ কয়েক বছর ধরেই তিনি তলপেটের চোট, কুঁচকি আর হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বেশ। সবশেষ চোটের পর জার্মানিতে তিনি স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করান।
সেই চোট কাটিয়ে তিনি ফেরার লড়াইয়েও ছিলেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে পুনর্বাসনও চলছিল তার। উইন্ডিজ সফর দিয়ে ফেরার কথা ছিল, তবে করোনায় সেটা পড়ে গেছে শঙ্কায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ