২০২১-২২ মৌসুমে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সেনেগালের সাদিও মানে। বৃহস্পতিবার (২১ জুলাই) কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের অনুষ্ঠানে বর্ষসেরা হিসেবে তার নাম ঘোষিত হল। এই নিয়ে টানা দুই বার এই পুরস্কার জিতলেন মানে।
অবশ্য মাঝখানে দুই বছর বন্ধ ছিল এই পুরস্কার। এ বছর মিশরের স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ এবং সেনেগালের গোলকিপার এডুয়ার্ড মেন্ডিকে হারালেন মানে। সালাহও এই পুরস্কার জিতেছেন ২০১৭ এবং ২০১৮ সালে। তবে আফ্রিকার সেরা হওয়ার ক্ষেত্রে এখনও এগিয়ে আছেন ইয়াইয়া টুরে এবং স্যামুয়েল ইতো। তারা দুইজনেই চার বার করে জিতেছেন।
সদ্য লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সাদিও মানে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন। এর সঙ্গেই এবার আরও এক সুখবর পেলেন তিনি। এদিকে, নারী বিভাগে আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হলেন আসিসাত ওসহোয়ালা। এই নিয়ে রেকর্ড পঞ্চমবার এই পুরস্কার জিতলেন তিনি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলেন সেনেগালের মেয়েটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ