আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টর সাথে ওয়ানডে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ওয়ানডে দলের নেতৃত্বে যথারীতি থাকছেন তামিম ইকবাল।
এছাড়া বাকি দল মোটামুটি আছে আগের মতোই। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতে তেম কোন চমক রাখেননি মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। আর হজ থেকে ফেরা মুশফিকুর রহিমও আছেন ওয়ানডে দলে।
জিম্বাবুয়ের জন্য দেয়া বাংলাদেশ ওয়ানডে দল। তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
বিডি প্রতিদিন/নাজমুল