জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের সিরিজের জন্য বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। তবুও এই উইকেটরক্ষক ব্যাটােকে নিয়ে আলোচনার কমতি নেই। কেন সোহানকে বেছে নেওয়া হলো এ নিয়ে চলছে আলোচনা।
শুক্রবার দায়িত্ব দেওয়ার পর বিসিবি থেকে জানানো হয়েছিল, সোহানের মধ্যে নেতৃত্ব গুণ দেখেছেন তারা। শনিবার ঘরোয়া লিগে তার কোচ সোহেল ইসলাম জানালেন, সোহান ছোটবেলা থেকেই সাহসী। তার আত্মবিশ্বাসও অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি।
সোহেল মিরপুরে সাংবাদিকদের বলেছেন বলেছেন, ‘ও নিজে যে সিদ্ধান্ত নেয় ওটার প্রতি সে আত্মবিশ্বাসী থাকে। অধিনায়ক হিসেবে যেটা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তগুলো সাহসের সাথে নেয়। যার কারণে কোনো পরিবর্তনের ক্ষেত্রে...বিশেষ করে যখন কোনো বোলারের হাতে বল তুলে দেয় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী চায় বোলারের কাছে সেটা ব্যাখ্যা করে। যেটা বোলারদের জন্য কাজটা সহজ করে।’
‘ও ছোটবেলা থেকে সাহসী, ওর মধ্যে জিনিসটা আছে। আমি মনে করি অধিনায়কত্বের জন্য এটা গুরুত্বপূর্ণ যে গাটস থাকা। এটা আছে এবং যেহেতু দীর্ঘ দিনের অভিজ্ঞতা অধিনায়কত্বের আমি বিশ্বাস করি ও সহজাত নেতৃত্বটাই দেবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ