নিজের জীবনের নানা জানা-অজানা ঘটনা বায়োপিক বা জীবনী চলচ্চিত্র আকারে মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। আর এই বায়োপিকের নাম হবে, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেই পরিচিত ছিলেন এই গতিদানব ক্রিকেটার।
গতকাল রবিবার সেই সিনেমার একটি টিজারও প্রকাশ করেছেন শোয়েব। ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হল। আমার জীবনের যাত্রার গল্প বলার ঘোষণা দিলাম। আমার বায়োপিক, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেইনস্ট দ্য ওডস।’
শোয়েব এই পোস্টে আরও টুইস্ট রেখে বলেছেন, ‘যদি মনে করেন আপনি আমার সম্পর্কে এরইমধ্যে অনেক জেনে ফেলেছেন, সেটা ভুল। এটা এমন যাত্রা, যা এর আগে আপনি অনুভব করেননি।’ শোয়েবের দাবি, পাকিস্তানি কোন ক্রিকেটারকে নিয়ে এটাই প্রথম কোন বিদেশি সিনেমা।
সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১৬ই নভেম্বর মুক্তি পাবে তার জীবনীচিত্র।
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন শোয়েব আখতার। এছাড়া ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৪৪৪ উইকেট।
সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ ফারাজ কায়সারও বেশ আশাবাদী।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল