কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগে বিস্ফোরণ ঘটালেন লভলিনা বড়গোহাঁই। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে অভিযোগ করলেন, গেমস ভিলেজে মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন তিনি।
এখানেই না থেমে তিনি স্পষ্ট দাবি করেন যে, ঘৃণ্য রাজনীতির শিকার হওয়ায় কমনওয়েলথ গেমসের আগে খেলায় মন দিতে পারছেন না তিনি। থমকে গেছে অনুশীলন।
ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপের মতো কমনওয়েলথ গেমসেও তার খারাপ পারফর্ম্যান্সের আশঙ্কা চেপে বসছে।
যদিও কাদের বিরুদ্ধে অভিযোগ, তা স্পষ্ট করেননি অলিম্পিক পদকজয়ী এই বক্সার।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ