বিরাট কোহলির বিরাট দুঃসময়ই গেছে। তবে এশিয়া কাপের খেলা বলছে, দুঃসময়টা পেছনে ফেলে আবারও স্বরূপে ফেরার অপেক্ষায় কিং কোহলি তকমা পাওয়া এই ভারতীয় ব্যাটার।
দুঃসময়ে সেই খোঁচা এখনও বয়ে বেড়ান বিরাট। তাই রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরবর্তী বৈঠকে বিরাট সোজা সাপ্টাই জানালেন, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর তাকে কেউ ফোন দেয়নি কেবল ভারতীয় সাবেকি অধিনায়ক ধোনি ছাড়া।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, এক জন মাত্র সাবেক ক্রিকেটার আমাকে ফোন করেছিলেন। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিলেন শুধু মহেন্দ্র সিংহ ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভাল চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।’
বিরাটের এই রানে না থাকায় অনেক সাবেক ভারতীয় ক্রিকেটারই মত দিয়েছিলেন তাকে দল থেকে বাদ দিতে। কেউ অভিযোগ করেছিলেন কেবল নামের জোরেই দলে জায়গা পাচ্ছেন কোহলি। এসব কথা কখনোই ভালোভাবে নেননি তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল