হঠাৎ বিবৃতিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন ইউকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তবে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব মুশফিকের অবসর নিয়ে কোনো কথাই বলতে চাইলেন না।
আজ সোমবার ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির (বিসিটি) দলগুলোর মালিকের নাম ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ)। সেখানে নিজের প্রতিষ্ঠান মোনার্ক মার্টের মাধ্যমে একটি দল কিনেছেন সাকিব।
সে অনুষ্ঠানে হকির সঙ্গে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেন সাকিব। সেখানে মুশফিকের অবসরের নিয়ে কথা উঠলেও বিষয়টি এড়িয়ে গিয়ে সাকিব বলেন, ‘মুশফিকের বিষয়ে কথা বলব না। হকির কথা বলব।'
এশিয়া কাপে যাওয়ার আগে মুশফিক প্রসঙ্গে বলেছিলেন, ‘তিনি (মুশফিক) উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা) অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়।’
বিডি প্রতিদিন/নাজমুল