সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের জবাবে বাবা-মাকে আর্শদিপ সিং বলেছেন, ইন্টারনেটে টুইট পড়ে তিনি হেসেছেন এবং বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন।
বাবা দর্শন আর্শদিপের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিয়েছে। এই ঘটনা আরও আত্মবিশ্বাস দিয়েছে বলেও মন্তব্য করেছেন আর্শদিপ।
মূলত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে ভারতের ইনিংসের ১৮তম ওভারের ঘটনার জেরে সমালোচনার মুখে পড়েন আর্শদিপ। পাকিস্তান তখন ৪ উইকেট হারিয়ে ১৫১ রান। শেষ ১৫ বলে প্রয়োজন ৩১ রান। রবি বিশ্নইর করা তৃতীয় বলে শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। আগের ওভারেই মাঠে নামেন এ ব্যাটার। তখনো রানের খাতা খোলা হয়নি। কিন্তু ক্যাচটি ধরতে পারেননি আর্শদিপ। এরপর আসিফ ফিরলেও ৮ বলে ১৬ রান করে দলকে জয়ের প্রান্তে রেখে যান।
আর্শদিপের এই ক্যাচ মিসে তার উইকিপিডিয়া পেজে সম্পাদনা করে ‘ভারত’ শব্দের পরিবর্তে ‘খালিস্তান’ শব্দ বসিয়ে দেন কেউ একজন।। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক তির্যক মন্তব্যের শিকার হন।
বিডিপ্রতিদিন/কবিরুল