এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের লড়াইয়ে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত।
এ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত।
এর আগে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। হাতে থাকা দুই ম্যাচেই জয় পেতে হবে রোহিত শর্মাদের।
অপরদিকে, শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশের বিপক্ষে এবং এরপর সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দেখায় জয় পেয়ে লঙ্কান ক্রিকেট দলটি এখন ভালো ছন্দে আছে।
শ্রীলঙ্কার একাদশ
পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, আসিথা ফের্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার, দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন