এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে চাপে ভারত। শ্রীলঙ্কান বোলারদের দাপটে দলীয় ১৩ রানের মাথায় দুই উইকেট হারিয়েছে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতে সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেটে ২২ রান।
লোকেশ রাহুল ৭ বলে ৬ রান করলেও বিরাট কোহলি ৫ বল খেলে শূন্য রানে সাজঘরের পথ ধরেন।
লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ভারতের। কেননা হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত।
এর আগে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। হাতে থাকা দুই ম্যাচেই জয় পেতে হবে রোহিত শর্মাদের।
অপরদিকে, সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দেখায় জয় পেয়ে লঙ্কান ক্রিকেট দলটি এখন ভালো ছন্দে আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন