এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের লড়াইয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে সে চাপ সামাল দিয়ে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রহিত শর্মা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতে সংগ্রহ ১২.২ ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে রোহিত শর্মার দল। ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়েছেন লোকেশ রাহুল (৬)। রিভিউ নিয়েও কাজ হয়নি।
পরের ওভারেই বিরাট কোহলি ফেরেন শূন্য রানে। দিলশান মধুশঙ্কাকে ক্রস খেলতে গিয়ে পুরো লাইন মিস করে বোল্ড হন তিনি। বিপদে পড়ে ভারত।
সেই বিপদ দারুণভাবে কাটিয়ে উঠেছেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদবকে নিয়ে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েছেন ভারতীয় অধিনায়ক, ৩২ বলেই করেছেন ফিফটি।রোহিত শর্মা ৪১ বলে ৭২ ঝড়ো ইনিংস খেলেন। এই রান করতে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান।
আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। কেননা হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত।
এর আগে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। হাতে থাকা দুই ম্যাচেই জয় পেতে হবে রোহিত শর্মাদের।
অপরদিকে, সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দেখায় জয় পেয়ে লঙ্কান ক্রিকেট দলটি এখন ভালো ছন্দে আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন