এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৪ রান।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।
তবে শুরুটা ভালো হয়নি ভারতের। লঙ্কান বোলারদের দাপটে দলীয় ১৩ রানের মাথায় দুই উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ৭ বলে ৬ রান করলেও বিরাট কোহলি ৫ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন।
তবে সেই চাপ সামাল দিয়ে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার যাদব। দুজনে মিলে গড়েন ৫৮ বলে ৯৭ রানের দারুণ এক জুটি। দারুণ খেলতে থাকা রোহিত থামেন ব্যক্তিগত ৭২ রানে।
রোহিতের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি সূর্য। দাসুন শানাকার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৯ বলের মোকাবিলায় ৩৪ রান করেন তিনি। চাপের মুখে জুটি গড়ার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ।
কিন্তু ১৩ বলে ১৭ রান করে পান্ডিয়া বিদায় নেয়। পন্থও থামেন ১৩ বলে ব্যক্তিগত ১৭ রানেই। এরপর দীপক হুডা ৩ রানে ও ভুবনেশ্বর কুমার ০ রানে বিদায় নেন। তবে ৭ বলে ১৫ নিয়ে অপরাজিত থাকেন অশ্বিন।
বল হাতে শ্রীলঙ্কার ডিলশান মধুশঙ্কা তিনটি উইকেট নেন। এছাড়া শানাকা ও করুণারত্নে দুটি করে এবং থিকসানা একটি উইকেট নেন।
বিডি প্রতিদিন/এমআই