কাতার বিশ্বকাপের খেলা দেখাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এবার কোনও বড় স্ক্রিন বসানো হবে না।
প্যারিসের ডেপুটি মেয়র পিয়ের রাবাদান এ কথা বলেছেন।
বিশ্বকাপের অবকাঠামো তৈরিতে নিয়োজিত অভিবাসী শ্রমিকদের নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে।
এর মধ্যে আবহাওয়াও আরেকটি কারণ বলে জানান ডেপুটি মেয়র পিয়ের রাবাদান।
কাতারে প্রচণ্ড গরমের কারণে প্রথমবারের মতো নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়টা সাধারণত ইউরোপে শীত আসার সময়। সে কারণে আবহাওয়াটা ঘরের বাইরে খেলা দেখার উপযুক্ত নয়।
বার্তা সংস্থা এএফপিকে ডেপুটি মেয়র বলেন, “বিভিন্ন কারণে বড় পর্দা স্থাপনের কোনও প্রশ্নই আসে না। এর মধ্যে প্রথমটি হলো পরিবেশগত এবং সামাজিক- উভয় দিক বিবেচনা করে যে পরিস্থিতিতে এই বিশ্বকাপের আয়োজন করা হয়েছে৷ আর দ্বিতীয় কারণ হলো বিশ্বকাপটি এবার ডিসেম্বরে হচ্ছে।”
এর আগে ফ্রান্সের আরও কয়েকটি শহর- স্ট্রাসবুর্গ, লিল, রাঁস, মার্সেই, বর্দু ও নঁসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ফ্রান্সের পত্রিকা ল্য মোঁদ জানিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/কালাম