চলতি বছরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। গত ডিসেম্বরে আইপিএল নিলামে কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ায় নেতৃত্বের চেয়ারটা শূন্য হয়ে যায় সানরাইজার্সের। গত মৌসুমে উইলিয়ামসন ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না, তার দলও অষ্টম হিসেবে টুর্নামেন্ট শেষ করে।
২৮ বছর বয়সী মার্করাম সম্প্রতি নিজের দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন এই তারকা ব্যাটার ।
গত মৌসুমে লিগপর্বের শেষ ম্যাচের আগে উইলিয়ামসন সন্তানসম্ভবা স্ত্রীর কাছে চলে যাওয়ায় সানরাইজার্সকে নেতৃত্ব দেন ভুবনেশ্বর। জানা গেছে, এবার ভুবনেশ্বর, মায়াঙ্ক আগারওয়াল এবং মার্করাম-তিনজনকেই অধিনায়কের দাবিদার হিসেবে আলোচনা হয়। শেষ পর্যন্ত হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া ব্রায়ান লারাসহ টিম ম্যানেজমেন্ট মার্করামকেই বেছে নেন।২০২২ নিলামে মার্করামকে ২ কোটি ৬০ লাখ রুপিতে কিনেছিল সানরাইজার্স। ওই মৌসুমে ১২ ইনিংসে ১৩৯.০৫ স্ট্রাইকরেট এবং ৪৭.৬২ গড়ে ৩৮১ রান করেন এই ব্যাটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ