শিরোনাম
২৩ মার্চ, ২০২৩ ২১:৪৮

রেকর্ড গড়ে সিরিজ জেতার পর যা বললেন তামিম

অনলাইন ডেস্ক

রেকর্ড গড়ে সিরিজ জেতার পর যা বললেন তামিম

আজ ১৩ দশমিক ১ ওভারে ১০২ রান তুলে ২২১ বল বাকি রেখে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। লিটন ৫০ ও তামিম ৪১ রানে অপরাজিত থাকেন

প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। বিনা উইকেটে ১০২ রান তাড়া করে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল।

আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘দলের প্রতি আমার বার্তাটা খুবই সাধারণ। আপনি যদি খেয়াল করেন, দুইবার টসে জিজ্ঞাস করা হয়েছে কত রান করতে চাইছেন, আমি এমন একজন যে লক্ষ্য ঠিক করে দেই না। আমি কখনো আমার দলকে গিয়ে বলি না যে আমরা ৩৫০ করতে হবে। আমি যা বলি, তা হলো আমাদের প্রসেসটা অনুসরণ করতে হবে।’

তামিম বলেন, ‘যদি তা করে ২৬০-২৭০ রান করতে পারি, তাও ভালো। সেটা অনুসরণ করে যদি ৩৫০ করি, তাহলেও খুশি। ৩৫০ করবো, কেউ এসে বলে দিলেই হবে না। আপনাকে প্রসেসটা ফলো করতে হবে। শেষ ম্যাচের কথাই বলি, আমরা ৩৫০ করেছি, এখন কাউকে বললে বুঝবে না যে শুরুর দশ ওভারে ব্যাট করাটা কতটা কঠিন ছিল। শুরুর দশ ওভারে (৯ ওভার) কোনো উইকেট হারাইনি, এটা ৩৫০ করার বড় একটা অংশ ছিল। তো প্রসেসটা ফলো করতে হবে। সব বক্স টিক করতে পারলে আমরা বড় রান করতে পারব।’ 

তিনি বলেন, ‘পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি ঘাটতি জোর করে বের করতে হয়, তাহলে বলবো দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে ভালো হতো। এছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা তার সবই করেছি। আপনারা আজও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ না। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার। কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সে চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। তো দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর