টেস্টে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে আছেন। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে বিশ্বসেরা এই অলরাউন্ডার আঙুলের চোটে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে আসন্ন টেস্টে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে ভাবনায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সহ-অধিনায়ক লিটন দাস নাকি নেতৃত্ব নিতে রাজি নন। অধিনায়কের বাড়তি দায়িত্ব হয়তো তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। তাই অধিনায়কত্ব করার এই সুযোগ নিতে চাচ্ছিলেন না লিটন, এমনটাই শোনা যাচ্ছিল।
তবে লিটন এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানা গেছে। শোনা যাচ্ছে, অধিনায়ক হতে সম্মতি দিয়েছেন লিটন। তাই আসন্ন আফগানিস্তান সিরিজে টেস্টে নেতৃত্ব দিতে পারেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।লিটন দাস নিজেও গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তেই তিনি খুশি থাকবেন।
তিনি বলেন, বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি কিছু। আপনারা দুইদিন পরই জানতে পারবেন সবকিছু। তারা আমাকে যোগ্য মনে করলে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।
বিডি প্রতিদিন/এমআই