জয় দিয়েই এবারের লিগ মিশন শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
আজ শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। শেষ জয়ে চলতি লিগে ২০ ম্যাচে ৮ জয়, ৬ ড্র ও ৬ হারে ৩০ পয়েন্ট শেখ রাসেলের ঝুলিতে। সেই হিসেবে লিগে পাঁচ নম্বর অবস্থানে আছে দলটি। অন্যদিকে এই হারে সমানসংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৫ পয়েন্ট। দলটি নেমে গেল রেলিগেশনে।
পাঁচ গোলের ম্যাচে চার গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। জামাল ভূঁইয়ার পাস থেকে বল পান ইব্রাহিম। তার ক্রসে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেনেথ ইকেচুকু।
ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। ২-২ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৭৮তম মিনিটে গোল করেন দিপক রায়। তাতেই নিশ্চিত হয় শেখ রাসেলের জয়। বাকি কোনো দলই গোল করতে পারেনি।
এবারের লিগে শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস।
বিডি প্রতিদিন/নাজমুল