জিততেই হবে। জয়ের বিকল্প নেই সাকিবদের। এশিয়া কাপে টিকে থাকতে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আজ রবিবার হারাতেই হবে আফগানিস্তানকে। হারালেই সুপার ফোরে খেলার স্বপ্ন টিকে থাকবে বাংলাদেশের। তারপরও অপেক্ষায় থাকতে হবে ৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের।
সাকিব বাহিনী যদি আজ জিতে যায় হাশমতউল্লাহ শাহিদীর আফগানিস্তানের বিপক্ষে, তাহলে সমীকরণের মারপ্যাচে ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে খেলবে সেটা নির্ধারিত হবে রান রেটে। এমন সমীকরণের মারপ্যাচে পড়ার আগে আজ জয়ের জন্যই খেলতে নামবেন সাকিবরা।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় রশিদ খান, ফজলহক ফারুকি, মোহাম্মদ নবীদের বিপক্ষে খেলতে নামবেন সাকিব, তাসকিন, মুশফিক, মুস্তাফিজ, মিরাজরা। আজকের ম্যাচে পরিষ্কার করে ফেবারিট নয় কোনো দল।পরিসংখ্যানের হিসাবে এগিয়ে সাকিব বাহিনী। দুই দলের মুখোমুখি ১৪ ম্যাচে বাংলাদেশের ৮ জয় এবং আফগানদের জয় ৬টি। দুই দলের সর্বশেষ লড়াইয়েও জয়ের হাসি হেসেছিল টাইগাররা। অবশ্য এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান। ৪ ম্যাচের ৩টিতে জিতেছে হাশমত বাহিনী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ