২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৪

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ৪০ লাখ ডলার

অনলাইন ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ৪০ লাখ ডলার

ভারতে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন বা ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪০ কোটি টাকার বেশি।

সেই হিসেবে মোট প্রাইজমানির (১০ মিলিয়ন বা এক কোটি ডলার) ৪০ শতাংশ পাবে চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের রানার্স দলের পকেটে ঢুকবে ২ মিলিয়ন বা ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় যা ২০ কোটি টাকার বেশি)। চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পুরস্কার হিসেবে পাবে ফাইনালে হেরে যাওয়া দল।

পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে যাবে। শুধু তাই নয় গ্রুপ পর্বের ম্যাচগুলি জেতার জন্যও পুরস্কার রয়েছে। প্রতিটি জয়ের জন্য দলগুলি ৪০ হাজার মার্কিন ডলার (৩৩ লক্ষ টাকা) করে পাবে। গ্রুপ পর্ব শেষে যে দলগুলো নকআউটে যেতে পারবে না, তারা প্রত্যেকে পাবে এক লক্ষ ডলার করে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর