১২ জানুয়ারি, ২০২৪ ১৯:৪৫

টি-টোয়েন্টিতে সাউদির নতুন মাইলফলক

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টিতে সাউদির নতুন মাইলফলক

টিম সাউদি। ফাইল ছবি

টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে অকল্যান্ডে ৪ উইকেট নিয়ে সাউদি তার উইকেট সংখ্যাকে নিয়ে গেছেন ১৫১-তে। ১১৫ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

গত বছরের মার্চে সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সাকিব বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ মিস দেওয়ায় সাউদি উইকেটের সংখ্যাটা বাড়িয়ে নিয়েছেন। এই সংস্করণে সাকিবের ১১৫ ইনিংসে উইকেট সংখ্যা এখন ১৪০।

সাকিবের পরই সর্বোচ্চ উইকেটের মালিক আফগানিস্তানের রশিদ খান। ৮২ ইনিংসে তার উইকেট ১৩০টি। তালিকার চতুর্থ স্থানে থাকায় ইশ সোধির উইকেট ১০২ ইনিংসে ১২৭। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মালিঙ্গা এখনো আছেন তালিকার পঞ্চম স্থানে। ৮৩ ইনিংসে তার উইকেট ১০৭টি।

উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে হেরেছে পাকিস্তান। ২২৬ রানের জবাবে খেলতে নেমে পাকিস্তানকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর