নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষা বাড়ল জশ ক্লার্কসনের। কাঁধের চোটে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। তার জায়গায় দলে ডাক পেলেন ব্যাটসম্যান উইল ইয়াং।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গায় তৃতীয় টি-টোয়েন্টির জন্য দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ক্লার্কসনের। পুরনো হাঁটুর চোট পর্যবেক্ষণের জন্য পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে বিশ্রামে থাকবেন উইলিয়ামসন।
কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান ক্লার্কসন। আজ রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির পর দলে যোগ দেবেন ইয়াং।
ইয়াং সব মিলিয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে করেছেন ২ হাজার ২৯৭ রান। স্ট্রাইক রেট ১৩৩.৩৯। তবে জাতীয় দলের হয়ে এই সংস্করণে অতটা উজ্জ্বল নয় তার পরিসংখ্যান, ১৪ ম্যাচে ২ ফিফটিতে ১০২.৩৬ স্ট্রাইক রেটে রান ২৬০।
সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্স করে দলে এলেন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ওয়েলিংটনের বিপক্ষে তিনি খেলেন ৩৩ বলে ৫০ রানের ইনিংস। পরের ম্যাচে ওটাগোর বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন ৬৩ বলে।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আজ রবিবার হ্যামিল্টনে হবে দ্বিতীয় ম্যাচ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ