মোহালিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে দেয় ভারত। সেই সুবাদে তারা সিরিজে ১-০ লিড নেয়।
পরে ইন্দোরের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে লিড বাড়িয়ে ২-০ করে টিম ইন্ডিয়া এবং সেই সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের টি-২০ জয় নিশ্চিত করেন রোহিত শর্মারা।
এবার বেঙ্গালুরুতে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে লড়াইয়ে নামে ভারত।
গুরবাজকে নিয়ে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে নামেন নবি। তবে তিনি রবি বিষ্ণোইয়ের প্রথম বলেই রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়ে যান। ব্যাট করতে নামেন করিম জানাত। দ্বিতীয় বলে ১ রান নেন করিম। বিষ্ণোইের তৃতীয় বলে রিঙ্কুর হাতে ধরা পড়েন গুরবাজ। অর্থাৎ, ৩ বলে ১ রান তুলেই শেষ হয়ে আফগানদের ব্যাটিং। ভারত দ্বিতীয় সুপার ওভার জিতে যায় ১০ রানে। সেই সুবাদে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে।
এর আগে ৪২৪ রানে ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারেও দুই দলই ১৭ রান করে। দুই দলকে আলাদা করতে প্রয়োজন পড়ল দ্বিতীয় সুপার ওভারের।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ