টানা সাত ম্যাচ ড্র করে অপরাজিত থাকা রহমতগঞ্জকে শেষ পর্যন্ত হারতেই হলো। বসুন্ধরা কিংসের তোপে টিকতে পারলো না দলটি।
আজ ঘরের মাঠ কিংস অ্যারেনায় ৪-১ গোলে জয় পেয়েছে অস্ক্রার ব্রুজোনের দল।
এর্নেস্ট বোয়াটেং রহমতগঞ্জকে এগিয়ে নেওয়ার পর কিংসকে সমতায় ফেরান রাকিব, আর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান মিগেল ফিগেইরা, দরিয়েলতন গোমেজ ও রবসন রোবিনহো।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করল কিংসরা।
আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে কিংস। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের চেয়ে কিংস এখন এগিয়ে ৬ পয়েন্টে। ৭ পয়েন্ট নিয়ে সাতে রহমতগঞ্জ।
বিডি প্রতিদিন/নাজমুল