ম্যাচ ফিক্সিংসহ আরও কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ইহসানুল্লাহ জানাত। আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে।
এ বছরের কাবুল প্রিমিয়ার লিগে খেলার সময় এসিবি ও আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভাঙার অভিযোগ উঠেছিল জানাতের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে নিষিদ্ধ করা হলো।
জানাতের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি-বিরোধী কোডের ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তদন্তে যার সত্যতা পাওয়া যায়। ২০২২ সাল থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে থাকা জানাত পরে দুর্নীতিতে জড়িত থাকার ব্যাপারটি স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ