আরও এক কোচের চাকরি গেল। আল নাসরের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল লুইস কাস্ত্রোকে। ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাবে যাওয়ার পরে কাস্ত্রোকে নিয়ে তিন জন কোচ বদল করল ক্লাব।
চলতি মৌসুমে খুব খারাপ শুরু হয়েছে আল নাসরের। সৌদি প্রো লিগে সাত নম্বরে রয়েছে তারা। সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে হেরেছেন রোনালদোরা। তার পরেই কোচকে সরানোর সিদ্ধান্ত নেয় ক্লাব। একটি বিবৃতিতে আল নাসের জানিয়েছে, ‘‘প্রধান কোচ লুইস কাস্ত্রো ক্লাব ছাড়ছেন। গত ১৪ মাস ধরে দলের জন্য উনি যা করেছেন তাঁর জন্য ওঁকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য ওকে শুভেচ্ছা।”
রোনালদো আল নাসেরে যাওয়ার পরে প্রথমে রুডি গার্সিয়াকে সরায় ক্লাব। তার পরে সরানো হয় ডিনকো জেলিচিচকে। তার পর কোচ হিসাবে আসেন লুইস। দলের খারাপ খেলার দায় চাপিয়ে তাঁকেও সরিয়ে দিল আল নাসের।
আল নাসরের চতুর্থ কোচ হওয়ায় দৌড়ে রয়েছেন স্টেফানো পিয়োলি। তিনি এসি মিলানের সাবেক কোটয় ২০২০-২১ মৌসুমে মিলানকে ইতালির সিরি'আ জিতিয়েছিলেন পিয়োলি। তার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে খবর। খুব তাড়াতাড়ি তিনি কোচের পদে যোগ দিতে পারেন।
বিডি প্রতিদিন/নাজমুল