পার্থ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ইতিহাস গড়া জয় পেল ভারত। যদিও টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এত অল্প পুঁজির পরেও বোলারদের কল্যাণে ৪৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র নিয়ে হাজির বুমরাহবাহিনী।
ভারতের পেসাররা প্রথম ইনিংসে অজিদের ব্যাটিং লাইনআপকে যেভাবে নাচিয়েছে, তাতে কোনো ধরণের মিরাকল ছাড়া স্বাগতিকদের এই টেস্ট বাঁচানোর সুযোগ ছিল না। গতকাল শেষ বিকেলে ভারত ইনিংস ঘোষণা করলে শেষ বিকেলে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায়। চতুর্থ দিনে ট্রাভিস হেড, মিচেল মার্শ আর অ্যালেক্স ক্যারিদের ব্যাটে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে অস্ট্রেলিয়া।
সোমবার (২৫ নভেম্বর) পার্থ টেস্টের চতুর্থ দিনে ২৩৮ রানেই অলআউট অজিরা। ফলে ২৯৫ রানের বিশাল জয় পায় ভারত। সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে সফরকারীরা এগিয়ে গেল ১–০ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেই এটি রানের ব্যবধানে ভারতের বড় জয়। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল—দুজন মিলে গড়েন ২০১ রানের ম্যারাথন ওপেনিং জুটি। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে ২৯৭ বলে ১৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জয়সওয়াল। দেড় বছরেরও বেশি সময় পর সেঞ্চুরির অপেক্ষা ফুরোয় কোহলিরও। দুই সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল ভারত। তাদের লিড দাঁড়ায় ৫৩৩ রানে।
টার্গেটটা ৫৩৪। টেস্ট ক্রিকেটের দেড় শ’ বছরের ইতিহাসে ম্যাচের চতুর্থ ইনিংসে কোনো দল ৪৩৩ রানও কখনো তাড়া করতে পারেনি। অস্ট্রেলিয়ার জয়ের আশা অতি বড় সমর্থকও দেখছিলেন না। এর মধ্যে তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১২ রানে তিন উইকেট নিয়ে জয় কার্যত নিশ্চিত করে রেখেছিল ভারত।
আজ চতুর্থ দিনে জয়ের জন্য সাত উইকেটের অপেক্ষা ছিল সফরকারীদের। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে তিন সেশনও লাগল না ভারতের। চতুর্থ দিন দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজ স্পষ্ট করে দিলেন যে খেলার ভাগ্য কী হতে চলেছে। উসমান খাজাকে আউট করলেন তিনি। স্টিভ স্মিথ লড়াইয়ের চেষ্টা চালালেন। শেষমেশ তিনিও ফিরলেন সিরাজের বলে।
অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র লড়াইটা চালাতে পারলেন ট্রাভিস হেড। ভারতীয় সমর্থকদের কাছে দুঃস্বপ্নের নাম এই হেড। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সে বছরই একদিনের বিশ্বকাপ। দু’টি ম্যাচের ফাইনালেই হেডের ব্যাটে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এই ম্যাচেও তিনি খেললেন। ৮৯ রান করলেন। মিচেল মার্শের সঙ্গে জুটি বাঁধলেন।
কিন্তু এবার পারলেন না। ম্যাচজুড়ে দুর্দান্ত বল করা বুমরাহই জুটি ভাঙলেন। অস্ট্রেলিয়ার শেষ দিকের ব্যাটাররা ম্যাচটার দৈর্ঘ্য বাড়াতে চেষ্টার কমতি রাখেননি। কিন্তু হার অবশ্যম্ভাবী ছিল। সেটাই হলো। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন বুমরাহ।
প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা বুমরাহ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন। সিরাজের শিকারও ৩ উইকেট। এছাড়া এছাড়া ওয়াশিংটন সুনদর ২টি ও নিতিশ কুমার ও হারশিত রানা ১টি করে উইকেট শিকার করেন।
পার্থে ২৯৫ রানের ব্যবধানে জয়টাই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জয় পেয়েছিল ভারত। সেটিই এতদিন অস্ট্রেলিয়ায় তাদের বৃহত্তম জয় ছিল। এছাড়া ২০১৮ সালে মেলবোর্নেই ১৩৭ রানে জয় পেয়েছিল ভারত।
বিডি প্রতিদিন/নাজিম