ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে জায়গা হয়নি দেশিটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
২০২৪ সাল থেকে পাকিস্তানের শেষ ১২ টেস্টের মধ্যে ৮টিতে ছিলেন না শাহিন। কখনো ফর্ম, কখনো কম্বিনেশন, আবার কখনো বিশ্রামের অজুহাতে তাকে টেস্ট দলে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও তাকে বাদ দেওয়া হয়, তখন পিসিবি বলেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ফ্রেশ রাখতে চায়। অথচ ওই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শাহিন ভালো পারফর্ম করেছিলেন।
উইন্ডিজ সিরিজের ১৫ সদস্যের টেস্ট দলে শাহিন ও নাসিম শাহকে রাখা হয়নি। পিসিবির মতে, মুলতানের স্পিন-সহায়ক উইকেটে টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ নয়, কারণ পাকিস্তান ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের বিশ্রামে রাখা হয়েছে। তবে বিপিএলে শাহিনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
২৪ বছর বয়সী শাহিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি উইন্ডিজ সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবেই দেখতে চেয়েছিলেন। কিন্তু বারবার বিশ্রামের অজুহাতে তাকে টেস্ট দলে না রাখা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ।
বিশ্লেষক ও সাবেক ক্রিকেটারদের মত, পিসিবির সিদ্ধান্তে শাহিন ধীরে ধীরে সীমিত ওভারের ক্রিকেটার হয়ে উঠছেন। দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক কন্ডিশনে টেস্ট খেলার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। টেস্ট ফরম্যাটে এই নিয়মিত অনুপস্থিতি তার দীর্ঘমেয়াদী ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মতে, শাহিনের মতো প্রতিভাবান পেসারকে টেস্ট থেকে দূরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে তিন ফরম্যাটেই খেলানোর ব্যবস্থা করা উচিত।
আগামী ১৭ জানুয়ারি মুলতানে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি।
পাকিস্তানের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হল, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলী আগা।
বিডি প্রতিদিন/নাজিম