চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে জমে উঠেছে কথার লড়াই। টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও, ভারত টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন।
টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের সামনে পাকিস্তান পাত্তাই পাবে না। তাই রোহিত শর্মার দলকে ছোট করে দেখার কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। আসন্ন টুর্নামেন্টে ভারতকেই শিরোপার বড় দাবিদার মনে করেন তিনি।
আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের দ্বৈরথে বরাবরই দাপট থাকে টিম ইন্ডিয়ার। ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি আট ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। টি-টোয়েন্টিতেও ভারতেরই আধিপত্য। ৬ জয় আছে ভারতের আর একটি ম্যাচ জিতেছে মেন ইন গ্রীন।
তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাল্লাটা ভারী পাকিস্তানের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের আছে তিন জয়, বিপরীতে দুই ম্যাচ জয় পেয়েছে ভারত। ২০১৭'তে একপেশে ফাইনালে ভারতকে হারিয়ে আইসিসি ইভেন্ট জয়ের বৃত্ত পূরণ করে পাকিস্তান।
তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সমীকরণ এক পাশে রেখে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। ২০১৭'তে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, ভারত টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। সেটা যেন পাকিস্তান ভুলে না যায় তা আরও একবার মনে করিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না বলেন, 'পাকিস্তান হয়তো ২০১৭'তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, কিন্তু তাদের মনে রাখা উচিত যে ভারত বিশ্বকাপজয়ী দল। আইসিসির টুর্নামেন্টগুলোতে জয়ের পাল্লা ভারতেরই ভারী।'
এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচে নিজেদের সক্ষমতা নিয়েও কথা বলেন রায়না। ভারতের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটাররা যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানকে হারাতে পারবে বলে বিশ্বাস রায়নার।
সুরেশ রায়না বলেন, 'যখনই ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়, চাপটা পাকিস্তানের ওপরই বেশি থাকে। ভারতের খেলোয়াড়রা জানে কীভাবে সেই চাপ সামলাতে হয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলিও ভালো করেই জানেন সেটা। বিরাট একজন অভিজ্ঞ ব্যাটার, তিনি জানেন কীভাবে পাকিস্তানকে মোকাবেলা করতে হয়।'
বিডি প্রতিদিন/মুসা