২৪ অক্টোবর, ২০২১ ২০:২০

শুরুতেই শাহিন আফ্রিদির জোড়া আঘাত

অনলাইন প্রতিবেদক

শুরুতেই শাহিন আফ্রিদির জোড়া আঘাত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই এশিয়ান জায়ান্ট ভারত ও পাকিস্তান। ইনিংসের শুরুতেই বল হাতে ভারতের টপ অর্ডারে জোড়া আঘাত হানলেন শাহিন আফ্রিদি। 

ওপেনিং ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে বিদায় নেয় রোহিত শর্মা। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই দুরন্ত ইয়র্কারে কেএ রাহুলকে বোল্ড করে দেন শাহিন আফ্রিদি। ব্যাট হাতে রাহুল ৮ বল খেলে মাত্র ৩ রান করেন।

দুবাইয়ের পিচ থেকে শুরুর দিকে জোরে বোলাররা অতিরিক্ত সুইং পান। তাকেই কাজে লাগাচ্ছেন শাহিন আফ্রিদি।

ভারত একাদশ :

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ :

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর