গত ৯ সেপ্টেম্বর আইফোন-৬ ও আইফোন-৬ প্লাস নামে দু’টি হ্যান্ডসেট উন্মোচন করে অ্যাপল। হ্যান্ডসেট দু’টির একটির পর্দা ৪.৭ ইঞ্চি ও অপরটির পর্দা ৫.৫ ইঞ্চি।
অ্যাপলের হ্যান্ডসেট ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০০৭ সালে ‘আইফোন’ নামক হ্যান্ডসেটের মাধ্যমে হ্যান্ডসেট বাজারে আত্মপ্রকাশ করে অ্যাপল। বিশ্বব্যাপী ৬১ লাখ পিস বিক্রি হওয়া হ্যান্ডসেটটির পর্দা ছিল ৩.৫ ইঞ্চি। ধীরে ধীরে অ্যাপল তার হ্যান্ডসেটের পর্দা বড় করতে থাকে। ২০১২ সালের সেপ্টেম্বরে ৫এস ও ৫সি নামে দু’টি হ্যান্ডসেট আনে প্রতিষ্ঠানটি। ৩.৫ ইঞ্চি থেকে হ্যান্ডসেট দু’টির পর্দা বড় হয়ে দাঁড়ায় ৪ ইঞ্চিতে।
এদিকে, আইফোন-৬ ও ৬ প্লাসের দীর্ঘাকৃতির কারণে অসুবিধায় পড়তে পারেন ব্যবহারকারীরা। যাদের আঙুল অপেক্ষাকৃত ছোট তারা এ সমস্যার মুখোমুখি হবেন, বিশেষ করে নারীরা।
আকারগত কারণে আইফোনের আগের হ্যান্ডসেটগুলো একহাতে অপারেট করা যেতো। কিন্তু নতুন পর্দার আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলতে পারে। কারণ ছোট আঙুলের ব্যবহারকারী- বিশেষ করে নারীদের জন্য এক হাতে এটি অপারেট করা দুরূহ হবে বলে মনে করছেন অনেকে।
‘পুরুষরা এর ডিজাইন করায় এ সমস্যা তৈরি হচ্ছে’ বলে এক লেখায় বিষয়টি এভাবে উপস্থাপন করেন সমাজবাদী জাইনেপ তুফিচি। গবেষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, একজন প্রাপ্তবয়ষ্ক পুরুষের হাত প্রাপ্তবয়ষ্ক নারীর চেয়ে দুই সেন্টিমিটার লম্বা।
হাতে নিয়ন্ত্রিত একটি ডিভাইস চালানোর জন্য এটি মোটেও ‘হালকা’ বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি।