প্রথমবারের মত কোন কোম্পানির বাজার মূল্য ৭০ হাজার কোটি ডলারের ওপর গেল আর এ মুকুটটির মলিক এখন অ্যাপল। গত মঙ্গলবার শেয়ারবাজারের ওঠানামার এক পর্যায়ে অ্যাপলের শেয়ারের দাম বাড়ে এবং কোম্পানির মোট মূল্য ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়।
প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বুধবার ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১২২ ডলার ০২ সেন্টে দাঁড়িয়েছে। এর ফলে বর্তমানে প্রতিষ্ঠানটিকে কেউ কিনতে চাইলে তার খরচ করতে হবে ৭১ হাজার কোটি ডলার। এ বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিক কুক গোল্ডম্যান স্যাকস টেকনোলোজি অ্যান্ড ইন্টারনেট কনফরেন্সে বলেন, অ্যাপল এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমরা মোবাইলের আইওএস নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন এটি আপনাদের গাড়ী, বাড়ী এমনকি স্বাস্থ্যেও পৌঁছে দিচ্ছি। এটি জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। কুক আরও জানান, গত বছর উন্নয়নশীল দেশগুলো থেকে অ্যাপলের আয় ছিল ৫ হাজার কোটি ডলার।
এদিকে অ্যাপলের আরও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন ক্যান্টর ফিটজেরাল্ডের বিশ্লেষক ব্রায়ান হোয়াইট। তিনি বলেন, নতুন আইফোন আনা, চীনে ফোরজির বাজার বড় হওয়া এবং আগামী এপ্রিলে অ্যাপল ওয়াচ আনা-এসব মিলিয়ে বলা যায় যে অ্যাপলের আরও অনেক উঁচুতে যাওয়ার সুযোগ রয়েছে।
অ্যাপলের পর বাজারমূল্যে দ্বিতীয় স্থানে থাাকা তেল খাতের প্রতিষ্ঠান এক্সন মোবিল অনেক পিছিয়ে। প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৩৮ হাজার ২০০ কোটি ডলার অর্থাৎ অ্যাপলের প্রায় অর্ধেক।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি,২০১৫/ নাবিল