টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের জীবনযাত্রা বেশ ঝামেলার। প্রতিনিয়ত রক্তের সুগার লেভেল চেক করা এবং ইনসুলিন নেওয়াতে কেটে যায় অনেকটা সময়। কিন্তু এখন আবিষ্কার হয়েছে 'স্মার্ট ইনসুলিন'। যা দরকারের সময় শরীরে কাজ শুরু করবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য গবেষকেরা বেশ কিছু নতুন প্রযুক্তি বের করেছেন। এর মধ্যে আছে নন-ইনভেসিভ স্কিন প্যাচ যেগুলো শরীরের বাইরে থাকে এবং কোনো রকম ব্যথা ছাড়াই রক্তের গ্লুকোজ লেভেলের ওপর নজর রাখে। এখন ভিন্নভাবে এটিকে মোকাবিলা করার জন্য উদ্ভাবন হয়েছে স্মার্ট ইনসুলিন। এটি একবার গ্রহণের পর রক্তে ২৪ ঘন্টা পর্যন্ত থেকে যেতে পারে এবং এই সময়ের মধ্যে রক্তের গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তা নিজ থেকেই সক্রিয় হবে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করবে।
টাইপ ওয়ান ডায়াবেটিস এমন একটি পরিস্থিতি যেখানে শরীর নিজেই অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে দেয়। ইনসুলিনের কাজ হলো রক্তের অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে আনা। টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তের গ্লুকোজের মাত্রা বিপজ্জনক হারে বেড়ে যেতে পারে। এ কারণেই তাদের দিনে কয়েকবার ইনসুলিন নিয়ে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে হয়। একবারে বেশি ইনসুলিন নিয়ে ফেললে আবার রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি কমে গিয়ে রোগীর জন্য বিপদের কারণ হতে পারে। হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়ার কারণে এক সময়ে তাদের অন্ধত্ব এবং নার্ভ ড্যামেজের মতো ক্ষতি হতে পারে। এ কারণে গবেষকেরা এমন ইনসুলিন আবিষ্কারের চেষ্টা করছিলেন যা কেবল দরকারের সময়ই কাজ করবে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।