জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিদিন প্রায় ৫ লাখ পর্ণ ছবি পোস্ট করা হয়। কোমলমতি শিশুরা পোস্ট হওয়া এসব ছবি দেখলেও কর্তৃপক্ষ এগুলো সরিয়ে ফেলতে আগ্রহী নয়। যুক্তরাজ্যভিত্তিক ডেইলি স্টারের বরাত দিয়ে জিনিউজ এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে প্লাটফর্মে পর্ণোতারকাদের আনাগোনা ক্রমেই বাড়ছে। তারা বিশেষ করে শিশুদেরই এসব ছবির দর্শক বানাতে চাইছেন। পর্ণো কন্টেন্ট বিষয়ে টুইটারে কোনো ক্লাসিফিকেশন না থাকায় খুব সহজেই এসব ছবি চলে যাচ্ছে শিশুদের নাগালে।
সাধারণত ফেসবুক কিংবা গুগলে অ্যাডাল্ট কন্টেন্টের ব্যাপারে রিপোর্ট করা গেলেও টুইটারে সেই সুযোগ নেই। কিন্তু এরপরও এসকল কন্টেন্ট সরাতে আগ্রহী নয় টুইটার। এ প্রসঙ্গে ৫৭ বছর বয়সী ব্রিটিশ বাম নেতা হেলেন গুডম্যান বলেন, অনলাইন পর্ণ একটি গুরুতর সমস্যা হলেও টুইটার এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। এক্ষেত্রে টুইটার ভীরু মনোভাব পোষণ করছে।
ব্রিটেনের চাইল্ড ইন্টারনেট সেফটি কাউন্সিলর জন কার বলেন, 'অনলাইন পর্ণ শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব রাখছে। এ নিয়ে অনলাইন সামাজিক নেটওয়ার্কের বিশাল দায়িত্ব আছে। তাদের তা যথাযথভাবে পালন করা উচিত।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ