যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে নিয়োজিত তার সদস্যরাদেরকে শব্দবিহীন মোটরবাইক দিতে যাচ্ছে। শত্রু ঘাঁটিতে বিশেষ অভিযান চালানোর জন্য মার্কিন সেনাবাহিনী এ সংক্রান্ত একটি প্রকল্প ইতোমধ্যেই হাতে নিয়েছে। এর আওতায়ই শব্দবিহীন মোটরবাইক সরবরাহ করা হবে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শব্দবিহীন বাইকে একাধিক জ্বালানি ও বৈদ্যুতিক শক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। সাধারণ অপারেশনের সময় এই বাইক ডিজেল, গ্যাসোলিন অথবা জেট ফুয়েলে চলবে। তবে বিশেষ অভিযানের সময় শত্রুর কাছাকাছি পৌঁছলে এটা শব্দহীন হয়ে যাবে এবং তখন এগুলো বৈদ্যুতিক জ্বালানিতে চলবে।
ভার্জিনিয়াভিত্তিক প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান লোগোস টেকনোলজি ‘সাইলেন্ট হক’ নামের এই বাইক তৈরি করছে।
২০১৪ সালের এপ্রিলে লোগোস টেকনোলজিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য মোটরসাইকেল তৈরির অর্থ বরাদ্দ করেছিল দেশটির ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি ডারপা। নির্মাতাদের মতে, দুর্গম রাস্তাতেও এমন বাইক ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে চলতে সক্ষম হবে।
লোগোস বলছে, এই প্রজেক্টের দ্বিতীয় ধাপের কাজ করছে তারা। প্রকল্প শুরুর সময় থেকে ১৮ মাসের মধ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলক অপারেশনে যাবে তারা। তখনই এই বাইক সর্ম্পকে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, এর আগেও একই উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ বৈদ্যুতিক জ্বালানিনির্ভর জিরো এমএমএক্স বাইক এনেছিল। কিন্তু ব্যাটারির ব্যাকআপ খারাপ হওয়ায় তা কার্যকরী হয়নি। খবর মেইল অনলাইনের
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ