খুব যত্ন সহকারে মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকেন কিন্তু স্মার্টফোনের স্ক্রিন খুব সংবেদনশীল হওয়ায় অল্পতেই দেখা যায়, স্ক্রিনে দাগ বা স্ক্র্যাচ পড়ে গেছে। এতে দেখতে খারাপ লাগে। এজন্য অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে ফোনের স্ক্রিনে আলাদা একটি প্রটেক্টর লাগিয়ে রাখেন। কিন্তু এতে সেটে দাগ পড়া বন্ধ হলেও ব্যবহারে তৃপ্তি পাওয়া যায়না। আপনি আপনার প্রিয় গ্যাজেট থেকে অগভীর স্ক্র্যাচ অপসারণ করতে পারবেন খুব সহজে। এবার দেখে নেওয়া যাক এজন্য আপনাকে যা করতে হবে।
আপনার স্মার্টফোনটি প্রথমে বন্ধ করে ফেলতে হবে এবং ব্যাটারি খুলে রাখতে হবে। মোবাইল ফোনের ভেতরে যাতে তরল পদার্থ না ঢুকতে পারে সেজন্য হেডফোন, চার্জার ও অন্যান্য পোর্টগুলো টেপ ব্যবহার করে সিল করে নিতে হবে।
টুথপেস্ট: একটি কটনবাড অথবা এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে দাগ পড়া স্থানে আলতোভাবে ঘষতে পারেন। এতে দাগ উঠে যাবে। তবে জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
সিরিশ কাগজ: আপনি দাগ দূর করতে কিংবা আঁচড়গুলো মসৃণ করতে সিরিশ কাগজ ব্যবহার করা যেতে পারে। তবে যতটা সম্ভব মসৃণ সিরিশ কাগজ ব্যবহার করা উচিত। খুব সাবধানে অনুসরণ করতে হবে অন্যথায় তা আরও বেশি আঁচড়ের কারণ হতে পারে।
বেকিং সোডা: একটি পাত্রে ২ ভাগ বেকিং সোডা ও ১ ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের ওপর লাগাতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে সেই পেস্ট মুছে ফেলতে হবে।
বেবি পাউডার: বেবি পাউডার ব্যবহার করে ফোনের দাগ দূর করা যেতে পারে। এই পদ্ধতি ব্যবহার করতে অল্প বেবি পাউডারের সঙ্গে পানি মিশিয়ে টুথপেস্টের মতো পেস্ট তৈরি করে নিতে হবে, যা দাগ ঢাকতে সক্ষম হবে। বেকিং সোডার মতো করেই বেবি পাউডার ব্যবহার করা যায়।
অন্যান্য: উপরিউক্ত টিপস ছাড়াও মোবাইল ফোনের দাগ, আঁচড় দূর করার জন্য আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে গাড়ির আঁচড়ের দাগ দূর করার ক্রিম টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যাবে। এ ছাড়াও ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ কাজে লাগে। ব্র্যাসো, সিলভোর মতো পলিশ দিয়েও কাজ চালানো যায়।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/মাহবুব