গত কয়েক দশকে মুঠোফোনে এসেছে নানান পরিবর্তন। কিন্তু এই ফোনের ছোট মাইক্রো চিপস সিম কার্ডের (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলস) ধরণে একটুও বদল আসেনি। এর শুরু থেকে আজ পর্যন্ত ২৪ বছর হয়ে গেছে।
এই সিম কার্ডের নিরাপত্তা এখন হুমকির মুখে। সম্প্রতি অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা লক্ষ লক্ষ সিমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলেছে। কিছুদিন আগে নেদারল্যান্ডের সিম কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিমাল্টো যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এসএসএ’র হামলার সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করে আসছিলো তাদের প্রস্তুতকৃত সিম কার্ড মোবাইলের জন্য কতটা নিরাপদ।
সিম কার্ড সর্বপ্রথম বাজারে আসে ১৯৯১ সালে। সেসময় মোবাইল ফোন ছিল অত্যন্ত ভারী একটি ডিভাইস। যা সাধারনত গাড়ি বা কাঁধে রাখা হতো। অনেক সময় গাড়ির সাথে সিমসহ মোবাইলও ভাড়া দেওয়া হতো। প্রতিবারে অনেক লম্বা এক্সেস কোড লিখার পরিবর্তে একটি সিমের সাহায্যে মানুষ সহজেই একজন অন্যজনের ফোন নম্বর পেতো। কিন্তু যুগ পাল্টেছে। বিশাল মোবাইলের মধ্যে সিম কিংবা সিমকার্ডসহ গাড়ির দিন এখর আর নেই।
এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন। যার সাহায্যে মানুষ মুহুর্তেই বিভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আছে ওয়াইফাই, ই-মেইল, সোশ্যাল নেটওয়ার্কিং, অ্যাপ স্টোর এবং অনলাইন শপিংয়ের সুযোগ। তবে শিগগিরই সিম কার্ডের বিকল্প অাসছে। এর পরিবর্তে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে। আমরা ওয়াইফাইতে যেভাবে এক্সেস করি, ঠিক সেরকম।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৫/ রোকেয়া।