বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ভবিষ্যতে হয়তো ওয়েব ব্রাউজার 'ইন্টারনেট এক্সপ্লোরার'র অস্তিত্ব আর থাকবে না। সত্যিই তাই হচ্ছে। মাইক্রোসফট করপোরেশনের কর্তরাও এমন আভাস দিয়েছেন। তবে ব্রাউজারটি একেবারে বিলু্প্ত হয়ে যাচ্ছে না। শুধু নাম পাল্টাচ্ছে মাইক্রোসফটের এই ডিফল্ট ব্রাউজারটির। আসন্ন স্পার্টান প্রজেক্টে আত্মপ্রকাশ করবে নতুন এই ব্রাউজার। তবে নতুন নাম কি হবে তা এখনোও জানা যায়নি।
মঙ্গলবার মাইক্রোসফটের মার্কেটিং চিফ বলেন, 'আমরা নতুন একটি ব্র্যান্ড নিয়ে গবেষণা চালাচ্ছি। উইন্ডোজ ১০'এ দেখা মিলবে নতুন এই ব্রাউজারের। যদিও ইন্টারনেট এক্সপ্লোরার এখনই মুছে যাচ্ছে না। তবে এক্সপ্লোরারের পাশাপাশি আমরা প্রোজেক্ট স্পার্টান নিয়ে কাজ চালাচ্ছি।' অর্থাৎ, উইন্ডোজ ১০-এও দেখা মিলবে এক্সপ্লোরারের। কিন্তু অনেকটা দুয়োরানির মতো। কারণ এক্সপ্লোরার নিয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিনের।
উল্লেখ্য, ১৯৯৫ সালে আত্মপ্রকাশ করে এক্সপ্লোরার। কিন্তু দীর্ঘ ২০ বছর পরও সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে ব্যর্থ হয় এটি। এর মধ্যেই মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার বিভাগের কর্তা সংস্থা ছেড়ে বেরিয়ে যান। তাই এবার মাইক্রোসফট আটঘাট বেঁধেই নামছে। নতুন ব্রাউজের নাম নিয়ে গবেষণা, সমীক্ষা শুরু করেছে তারা।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ২০১৫/শরীফ