স্মার্টফোন থাকা মানেই দুনিয়া আপনার হাতের মুঠোয় থাকা। কিন্তু আপনি জানতেও পারেন না, যে মুহূর্তে আপনি একটি স্মার্টফোন কিনছেন, আপনার ব্যক্তিগত জীবনের সেই মুহূর্তেই ইতি হয়ে যাচ্ছে। আপনি কোথায় আছেন, কী করছেন, বিস্তারিত সব কিছু জানতে পাচ্ছে দুনিয়া।
সাম্প্রতিক একটি তথ্য বলছে, আপনার স্মার্টফোন বিভিন্ন সংস্থার সঙ্গে আপনার লোকেশন ডেটা শেয়ার করে। অর্থাত্ আপনার গতিবিধি সব সময় নজর রাখছে ওই সংস্থাগুলি। এই ভাবে আপনার স্মার্টফোন দু'সপ্তাহে ৫ হাজার বারের বেশি লোকেশন ডেটা শেয়ার করে।
কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির নিরাপত্তা সংক্রান্ত গবেষকদলের সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। সমীক্ষার ফল অনুযায়ী, স্মার্টফোন যে কোনও ব্যক্তির অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য অনবরত সংগ্রহ করতে থাকে। তারপর ফেসবুক, জিও লঞ্চার ইএক্স, গ্রুপন-এর মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও ই-কমার্স সাইটগুলির কাছে সেই তথ্য পাঠিয়ে দেয়।
গবেষকরা আরও জানিয়েছেন, কিছু অ্যাপ প্রতি তিন মিনিটে স্মার্টফোন ব্যবহারকারীর লোকেশন ও ব্যক্তি ডেটা শেয়ার করে বিদেশি সংস্থার সঙ্গে। এমনকী অ্যান্ড্রয়েডে এমন কিছু অ্যাপ-ও থাকে, যা চাহিদার থেকে বেশি তথ্য শেয়ার করে। বিদেশি সংস্থাগুলি চাহিদা মতো ডেটা সংগ্রহ করে নেয়। এই ভাবে ১৪ দিনে ৫ হাজার ৩৯৮ বার ব্যক্তিগত ডেটা শেয়ার হতে থাকে।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৫/ সালাহ উদ্দীন