ফোন হারিয়ে গেছে কিংবা পাওয়া যাচ্ছে না? এ নিয়ে আর কিসের চিন্তা? এখন থেকে অ্যান্ড্রয়েড-ওয়্যারই খুঁজে দেবে আপনার স্মার্টফোনটি। এজন্য ব্যবহারকারীকে শুধু যে কাজটি করতে হবে তা হল 'ওকে, গুগল, স্টার্ট ফাইন্ড মাই ফোন' বলতে হবে! এতেই অ্যান্ড্রয়েড ওয়্যারে অন্তর্ভূক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার কাজ শুরু করবে।
আর মুহূর্তেই আপনার ফোনটি ফুল ভলিউমে বাজতে শুরু করবে যা আপনাকে ফোনটির কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করবে।
২০১৩ সালে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আত্মপ্রকাশ করে। প্রায় ৩০ মিলিয়ন ব্যবহারকারীকে তাদের ফোন ও ট্যাবলেটের সঙ্গে পুনরায় মেলাতে সাহায্য করেছে এই অ্যান্ড্রয়েড-ওয়্যার।
সম্প্রতি গুগল তাদের অফিশিয়াল ব্লগের এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ওয়্যার সাপোর্টেড আরও বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার তৈরি করেছে তারা। অবশ্য, ব্যবহারকারীকে 'ওকে, গুগল, স্টার্ট ফাইন্ড মাই ফোন' ছাড়াও ‘ফাইন্ড মাই ফোন’ অপশনটি স্টার্ট মেনু থেকে নির্দিষ্ট করতে হবে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন