আপনি আপনার হাতের মুঠোফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখছেন। কিন্তু আপনার অজান্তে আপনার তথ্য পাচার করছে আপনারই স্মার্টফোন! ভাবছেন যদি আমি কোনো তথ্য পাচার না করি তাহলে কিভাবে আমার তথ্য পাচার হবে। আপনি বিশ্বাস না করলেও
অতি সাম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির নিরাপত্তা সংক্রান্ত গবেষকদলের সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি দুই সপ্তাহে প্রায় ৫,৩৯৮ বার তথ্য পাচার করে স্মার্টফোন। এই রিপোর্টে জানানো হয়েছে, স্মার্টফোন বিভিন্ন সংস্থার সঙ্গে আপনার লোকেশন ডেটা শেয়ার করে। অর্থাৎ আপনার গতিবিধি সব সময় নজর রাখছে ওই সংস্থাগুলি। এই ভাবে আপনার স্মার্টফোন দু’সপ্তাহে ৫ হাজার বারের বেশি লোকেশন ডেটা সহ একাধিক তথ্য শেয়ার করছে অন্যদের সঙ্গে।
সমীক্ষার আরও জানানো হয়েছে, স্মার্টফোন যে কোনও ব্যক্তির অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য অনবরত সংগ্রহ করতে থাকে। তারপর তা ফেসবুক, জিও লঞ্চার, ইএক্স, মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও ই-কমার্স সাইটগুলির কাছে সেই তথ্য পাঠিয়ে দেয়।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব