একজন আইনজীবীকে জিম্মি করার ঘটনা নিয়ে ভয়ঙ্কর সব টুইটার ও ইউটিউব ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগের এই দুই মাধ্যম বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
সোমবার তুরস্কের আদালতের এক আদেশের পর তা বাস্তবায়ন সরকার।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলের আদালতের এক আইনজীবীকে জিম্মি করার ঘটনা নিয়ে ভয়ঙ্কর সব ছবি টুইটার ও ইউটিউবে প্রকাশ পায়। বিষয়টি সন্ত্রাসীদের উসকে দেওয়ার শামিল। এই অপরাধে টুইটার ও ইউটিউব বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আদালত।
তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ঘোষিত ডিএইচকেপি-সি নামের নিষিদ্ধ রাজনৈতিক দলের দুই সদস্য ইস্তাম্বুলের কেন্দ্রীয় কারাগারে গত সপ্তাহে এক আইনজীবীকে অস্ত্রের মুখে জিম্মি করে। ২০১৩ সালে ডিএইচকেপি-সির সরকারবিরোধী বিক্ষোভের সময় নিহত হওয়া এক তরুণের মৃত্যুর বিষয়ে তদন্ত করছিলেন ওই আইনজীবী। এ কারণে তাকে জিম্মি করে নিষিদ্ধঘোষিত দলের রাজনৈতিক কর্মীরা।
আইনজীবীকে উদ্ধারে আদালত ভবনে অভিযান চালানোর সময় নিহত হয় ডিএইচকেপি-সির জিম্মিকারী দুই সদস্য। আইনজীবীকে তারা হত্যা করে। এই সম্পূর্ণ ঘটনা নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে টুইটার ও ইউটিউব। আদালতের মনে করেন, এসব ছবি ও ভিডিও ডিএইচকেপি-সিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বুদ্ধ করেছে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব